বিবরণ
পিং পং গেরি পাশ,
হিহি বন্ধু চলে আস
অমির সামনের সবকিছু কেমন যেন ঝড়ো বাতাসে নড়ছে, চারপাশে ধোয়া উড়ছে। ভয়ে অমির গলা শুকিয়ে আসছে। সত্যিই কি অমি ভূত ডাকার মন্ত্র পড়েছে? নাকি নিজের বিপদ নিজেই ডেকে এনেছে।
এমন ভূতের পরিবেশ এর আগে কখনো দেখেনি অমি।
অবাক কান্ড! চারপাশের ধোয়া কেমন চড়কির মতো ঘুরতে ঘুরতে হিহি বন্ধু হয়ে গেলো। বিস্ময়ে অমির চোখ চড়ক গাছ হয়ে গেল।
বইটি এ রকম যে, একবার পড়তে শুরু করলে শেষ না করে উপায় নেই।