বিবরণ
রাজনীতির দাবা-পাশা খেলার বিচিত্র প্রভাবে জন্মলগ্ন থেকে ভারত সেক্যুলার সংসদীয় গণতন্ত্রের সাংবিধানিক ধারার শাসনব্যবস্থায় পরিচালিত। কিন্তু দুর্নীতির কীটদগ্ধ রাজনীতির টানে ভারত এখন নামকাওয়াস্তে সেক্যুলার।
এ বিষয়ে পাকিস্তানও কম যায় না, সেই সংঘাত শুরু বিভাগোত্তর কাল থেকে। সেই ধারাবাহিকতার অবসান ঘটেনি। যেমন পূর্ববঙ্গে, তেমনি পশ্চিম পাকিস্তানে। কিন্তু পাকিস্তানে গণতন্ত্রের ঘাতক সে নিজেই। একদিকে ১৯৫৬ সালের সংবিধানে পাকিস্তানকে ইসলামি রিপাবলিক ঘোষণার মধ্য দিয়ে সেই যে সমাজে রাজনীতিতে ধর্মীয় রক্ষণশীলতার অনুপ্রবেশ তার সর্বশেষ পরিণতি কট্টর শরিয়া নীতির তালেবানি শাসনের প্রতি আকর্ষণ।
বাংলাদেশ তার একুশ একাত্তরের চেতনা এবং ১৯৭২ সালের একটি সেক্যুলার গণতন্ত্রী সংবিধান সত্ত্বেও সাম্প্রদায়িক দূষণ থেকে মুক্ত থাকতে পারেনি। বিভিন্ন ঘটনা তার প্রমাণ।
বিভাজিত উপমহাদেশের এ চালচিত্র বড়ই অবাঞ্ছিত। এসব কারণে ত্রিধাবিভক্ত ভারতীয় উপমহাদেশে রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির অতি সংক্ষিপ্ত সূত্রকার চিত্র তুলে ধরা হয়েছে এই গ্রন্থে।