
হুমায়ূন আহমেদ
হুমায়ূন আহমেদের জন্ম ১৩ নভেম্বর ১৯৪৮ সনে ময়মনসিংহের নেত্রকোনার মোহনগঞ্জ গ্রামে। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে নর্থ ডাকোটা বিশ্ববিদ্যালয় থেকে পলিমার কেমিষ্ট্রিতে গবেষণা করে পি এইচ ডি ডিগ্রী অর্জন করেছেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন শাস্ত্রে অধ্যাপনারত। লেখালেখি করছেন ১৯৭২ সন থেকে। ১৯৯২ তে লেখালেখির ২০ বছর পূর্ণ করেছেন সগৌরবে।
উপন্যাস, গল্প, নাটক, টিভি নাটক, কল্প বিজ্ঞানÑÑ হুমায়ূন আহমেদ যেখানেই হাত দিয়েছেন তা হয়ে উঠেছে পাঠক ও দর্শক নামক জনগোষ্ঠীকে আলোড়িত ও বিমোহিত করার সোনার কাঠি। তাইতো সব কিছুতেই পেয়েছেন অসম্ভব জনপ্রিয়তা।
বাংলাদেশের সাহিত্যাঙ্গনে হুমায়ূন আহমেদ স্বভাবতই একটি বিশিষ্ট নাম। সমসাময়িককালে তার মতো জনপ্রিয় পাঠক নন্দিত লেখক আর আসেনি। এক বিস্ময়কর প্রতিভা নিয়ে তিনি বাংলাদেশের সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেছেন। এদেশে তিনিই প্রথম সাহিত্যে জনপ্রিয়তার মাত্রাটি যোগ করেছেনÑÑ এ কথা এক বাক্যে স্বাীকার করতে হয়।
হুমায়ূন আহমেদের লেখায় কিছুটা রোমান্টিক মধ্যবিত্ত বিলাসী হাওয়া থাকলেও তার বিষয়ে নিহিত রয়েছে মানুষের জীবনের গভীর মর্মবাণী। তার রচনার বড় বৈশিষ্ট্য তার স্বচ্ছ বাহুল্যহীন রসময় ভাষা। মধ্যবিত্ত বৃত্তে বিচরণকারী তার চরিত্রগুলিরও রয়েছে বিশিষ্টতা। অন্যদিকে তার কল্পবিজ্ঞান (ঝপরবহপব ঋরপঃরড়হ) বইগুলোতে রয়েছে তার নিজস্ব ভঙ্গী ও মনোমুগ্ধকর রচনাশৈলী। এদেশে এখনো তাই তিনি অদ্বিতীয়।
বলাই বাহুল্য তার সবরকম লেখা অত্যন্ত শালীন ও সূরুচিপূর্ণ। বাংলাদেশের বইকে জনপ্রিয় করা এবং বাজার তৈরীতে হুমায়ূন আহমেদ তাই হয়ে আছেন এক ইতিহাস সৃষ্টির মাইল ফলক।
বাংলা একাডেমী পুরস্কার, লেখক শিবির পুরস্কার, শিশু একাডেমী পুরস্কার, মাইকেল মধুসূদন পদক, ওসমানী পদক, অলক্ত সাহিত্য পদক, বাচসাস পুরস্কার, হুমায়ূন কাদির স্মৃতি পুরস্কার, কুমিল্লা ফাউণ্ডেশন পদক, দেওয়ান গোলাম মোর্তাজা স্মৃতি পদক ইত্যাদিতে সম্মানিত। সম্প্রতি আমেরিকার আইওয়া বিশ্ববিদ্যালয় থেকে ‘অনারারী ফেলো ইন রাইটিং’ সম্মানেও সম্মানিত।
Showing 1–12 of 29 results