
সুভাষ সিংহ রায়
সুভাষ সিংহ রায়, জন্ম ১৯৬৬ সালে, যশোর জেলায় বিখ্যাত সিংহ রায় পরিবারে। সাহিত্য, সংস্কৃতি ও বাগ্মিতা তাঁর রক্তে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে ¯্নাতকোত্তর (এমফার্ম)। পেশায় ওষুধবিজ্ঞানী, প্রবলভাবে রাজনীতি করেন, এক সময় তুখোড় ছাত্রনেতা ছিলেন। লিখতে শুরু করেছেন বেশ আগে থেকেই, কলামিস্ট নানা পত্রিকায়। বাংলাদেশের বিতর্ক চর্চায় যে কজন নতুন ধারা সূচনা করেন সুভাষ সিংহ রায় অবশ্যই তাদের অন্যতম। সুভাষ আপদমস্তক প্রগতিশীল, মুক্তবুদ্ধি, মুক্তচিন্তার অধিকারী একজন মানুষ, যিনি ইস্পাতকে ইস্পাতই বলেন। সমাজ ও মানুষকে তিনি বিশ্লেষণ করেন পর্যবেক্ষণ ও অনুসন্ধানী দৃষ্টি দিয়ে। খাপখোলা ধারালো তলোয়ারের মতো শাণিত শব্দাবলি, সত্য তবে বিদ্ধ করে হৃদয়। নির্ভয় উক্তি তাঁর, এ জন্য তিনি লেখক হিসেবে একেবারেই অন্যরকম। ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ভিপি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে তিনি গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জেষ্ঠ্য যুগ্ম সাধারণ সম্পাদক। জীবনসদস্য, বাংলা একাডেমি; প্রতিষ্ঠাকালীন সদস্য, যশোর সাহিত্য পরিষদ; সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল। পত্রিকা সম্পাদনা করছেন, একই সাথে জাতীয় দৈনিক, সাপ্তাহিক, অন-লাইন পত্রিকার প্রকাশক সম্পাদক। গবেষণা কাজেও তিনি সমান আগ্রহী। বঙ্গবন্ধু, রবীন্দ্রনাথ ঠাকুর, শেখ হাসিনা তাঁর গবেষণার কেন্দ্রীয় বিষয়। প্রকাশিত ২৫টি গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ‘মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু পরিবার’, ‘বঙ্গবন্ধু আওয়ামী লীগ শেখ হাসিনা’, ‘শেখ হাসিনার রাজনীতি’, ‘বিষয় আওয়ামী লীগ’, ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন’, ‘বঙ্গবন্ধু ও অসাম্প্রদায়িকতা’, ‘পাঠক বঙ্গবন্ধু লেখক বঙ্গবন্ধু’, ‘ডাক্তার কবিরাজ বৈদ্য’, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের চিকিৎসা-ভাবনা’, ‘জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’, ‘আমার যাওয়া তো যাওয়া নয়’, ‘ঞযব ঐড়হড়ঁৎধনষব চৎরসব গরহরংঃবৎ ঝযবরশয ঐধংরহধ রহ টহরঃবফ ঘধঃরড়হং’, ‘প্রিয় আওয়ামী লীগ অপ্রিয় আওয়ামী লীগ’, ‘জনতার চোখে আওয়ামী লীগ’, ‘অপরাধ’, ‘প্রলয়ের দুর্গাপুজো’, ‘প্রশ্নোত্তরে রবীন্দ্র নজরুল (সম্পা.)’, ‘পদ্মাসেতুর সাতকাহন’ প্রভৃতি।
Showing all 3 results