
শাহনাজ রানু
অন্যরকম দ্যোতনা আর ভিন্ন রকম স্বপ্নের আকাঙ্ক্ষা নিয়ে উত্তরবঙ্গের জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় জন্ম কবি শাহনাজ রানুর। মফস্বল এলাকায় বড় হবার সুবাদে প্রচলিত সমাজ ব্যবস্থার নারী-পুরুষ বৈষম্য তাঁর ভাবনার জগৎকে যেমন প্রভাবিত করেছে, তেমনি লেখনির মাধ্যমে করেছেন প্রতিবাদও।
বাবার প্রশ্রয়ে আর মার শাসনে বড় হওয়া কবি পড়াশুনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। ছাত্রজীবন থেকেই নাটক, বিতর্ক, লেখালেখির সাথে ছিল তাঁর সখ্যতা। তাঁর আজকের সাফল্যের পেছনে সহোদর ভাই-বোন আর সহধর্মীর অবদান অনস্বীকার্য।
পেশায় কূটনীতিবিদ হিসেবে তিনি ঘুরেছেন এশিয়া-ইউরোপের নানা দেশ, মিশেছেন প্রায় সকল শ্রেণির মানুষের সাথে। নানা বৈচিত্র্য আর অভিজ্ঞতা প্রতিনিয়ত তাঁকে সাহায্য করছে নিজেকে বুঝতে এবং আরো সংবেদনশীল হতে। বই পড়া, গান শোনা, ভ্রমণ আর মানুষ অবক্ষেপণ তাঁর প্রিয় কিছু কাজ।
Showing all 3 results