Rushdi Shams

রুশদী শামস

রুশদী শামস এর জন্ম এবং বেড়ে ওঠা খুলনা শহরে। সায়েন্স ফিকশন পড়তে এবং লিখতে ভালোবাসেন। সুনাম কুড়িয়ে লিখেছেন দুই বাংলার স্বনামধন্য বিজ্ঞান ও কল্পবিজ্ঞান পত্রিকাগুলোতে। ‘ধ্বংসযাত্রা’ লেখকের তৃতীয় সায়েন্স ফিকশন। এর আগে লেখকের সায়েন্স ফিকশন ‘ইবাইজা মেশিন’ এবং ‘ফিনিক্স প্রটোকল’ পাঠক এবং সমালোচকদের কাছে প্রশংসিত হয়।
অ্যামাজন ওয়েব সার্ভিসেস-এ ডাটা সায়েন্টিস্ট হিসাবে কাজ করছেন। কাজ করেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে। এর আগে তিনি খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর কম্পিউটার সায়েন্স বিভাগে সহকারী অধ্যাপক হিসাবে কাজ করেছেন।
লেখক কম্পিউটার সায়েন্সে কুয়েট থেকে ব্যাচেলর, ইংল্যান্ডের বোল্টন বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স এবং ক্যানাডার ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় থেকে পি.এইচ.ডি শেষ করেছেন।
স্ত্রী কাজী মাহ-জেরীন আক্তার, কন্যা রুয়াইদা নাশমিয়াহ এবং পুত্র রিদফান মুসাইদকে নিয়ে লেখক বর্তমানে ক্যানাডায় বসবাস করছেন।

মূল্যসীমা
বিভাগ
More

Showing all 3 results