
মুহাম্মদ হাবীল উদ্দিন
পদ্মার গা ঘেঁষা গ্রাম পাকুড়িয়া—রাজশাহীতে। জন্ম, বেড়ে ওঠা, স্কুল সেখানেই। তারপর রাজশাহী সরকারী মহাবিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শেষে প্রথমে প্রকৌশল পেশায় চাকুরী, শেষে আর্থিক প্রতিষ্ঠানের কর্মজীবন। এ দু’য়ের মধ্যেই ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর।
ছাত্রজীবন আর চাকুরী জীবনে টুকটাক কবিতা, গল্প, গান, নাটক লেখা চলেছে। পাশাপাশি ড্রামা সার্কলের সাথে থেকে থিয়েটার মঞ্চে কাজ- অভিনয়; এবং বেতার ও টেলিভিশন নাটকে অংশগ্রহণ আর গানের অনুষ্ঠান নির্মাণ। ইদানিং দৈনিক পত্রিকাতেও এক-আধটু আর্টিকল ছাপা হয়।
এইসব পাঁচ-মেশালী লেখালেখির মাঝেই এটি লেখকের তৃতীয় উপন্যাস। ‘নায়িকার সংবাদ’ ও ‘থ্রিসিক্সটি ডিগ্রি’ পাঠকের সামনে এনেছিল এই সময় প্রকাশনই।
মূল্যসীমা
বিভাগ
More
Showing all 2 results