Muhammad Nurul Huda

মুহম্মদ নূরুল হুদা

কবি মুহম্মদ নূরুল হুদা
জাতিসত্তা, সমুদ্রবাংলা ও প্রেম পুরাণের কবি মুহম্মদ নূরুল হুদা ১৯৪৯ সালের ৩০শে সেপ্টেম্বর কক্সবাজার জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মোহাম্মদ সেকান্দর ও মাতা আঞ্জুমান আরা বেগম। তিনি জাতিসত্তার কবিরূপে বহুল নন্দিত হয়েও দৈশিক ও বৈশ্বিক মানব-অস্তিত্বের নান্দনিক ভাষ্যকার। তাঁর সৃষ্টিসত্তা নানা পরীক্ষা-নিরীক্ষা প্রকরণ ও উদ্ভাসে নিয়ত নবায়নপ্রবণ। স্বোপার্জিত কাব্যমুদ্রা ও নন্দনলোকের বরপুত্র জাতিসত্তার এই কবি সমকালীন বিশ্বকবিতারও এক তাৎপর্যপূর্ণ কারুকৃৎ। তাঁর প্রিয় ক্ষেত্র কবিতা, নন্দনতত্ত্ব ও লোকবিদ্যা। বাংলাদেশের লোকসাংষ্কৃতিক অভিব্যক্তি (মূর্ত ও বিমূর্ত)-র মূল্যমান নির্ধারণে পথিকৃৎ। সৃষ্টিশীলতার নানাক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য তিনি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সম্মানিত ও পুরস্কৃত হয়েছেন।
প্রাপ্ত অসংখ্য পুরস্কারের মধ্যে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৮৮), তুরস্কের মহামান্য রাষ্ট্রপতি প্রদত্ত সম্মাননা (১৯৯৭), রাষ্ট্রীয় একুশে পদক (২০১৫), মর্যাদাপূর্ণ সার্ক লিটারেচার প্রাইজ (২০১৯) ইত্যাদি সমধিক উল্লেখযোগ্য।
বর্তমানে তিনি বাংলা একাডেমির মহাপরিচালক। লিখছেন অনবরত।

মূল্যসীমা
বিভাগ
More

Showing all 2 results