Bishwajit Das

বিশ্বজিৎ দাস

মোখলেস ভাই উপাখ্যান সিরিজের রচয়িতা হিসেবে বিশ্বজিৎ দাসের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। দেশের জনপ্রিয় রম্য ম্যাগাজিনগুলোতে নিয়মিতই তাঁর লেখা প্রকাশিত হয়। পাশাপাশি তিনি সায়েন্স ফিকশন, ছোটগল্প, ভূতের গল্পও লিখে থাকেন। পেশায় তিনি একজন সরকারি কর্মকর্তা। দিনাজপুর সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক। তাঁর প্রকাশিত অন্যান্য গ্রন্থগুলি হলো—মোখলেস ভাই উপাখ্যান, মোখলেস ভাই উপাখ্যান-২, মোখলেস ভাই উপাখ্যান-৩, ধরাশায়ী মোখলেস ভাই, পালাও মোখলেস, এবং মোখলেস, আনলাকি মোখলেস ভাই, ফিরে এলো মোখলেস ভাই, গপ্পোবাজ মোখলেস ভাই (রম্য সিরিজ), সময় (গল্পগ্রন্থ), শার্লক হোমসের বিয়ে (রম্য), রবু নামের রোবটটি (সাইফাই), আনলিমিটেড হাসি (রম্য), গ্যাঁড়াকল (রম্য), ভেজাল হাসি (রম্য), ভালোবাসার গল্প (ছোটগল্প), বিজ্ঞানী নাবিল আহমেদের আজব যত কাণ্ড (সাইফাই), তুরাশ (সাইফাই), বাক্সভরা হাসির গল্প (রম্য), বাঘবিড়াল (সাইফাই), ভুতুড়ে ট্রেন (ভূতের গল্প), একগুচ্ছ হাসির গল্প (রম্য), মাসুদ রানা যখন গোল আলু (রম্য), রুম্পা জিনিয়াস (কিশোর উপন্যাস), গুলটুস (সায়েন্স ফিকশন), উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান ১ম ও ২য় পত্র (যৌথভাবে রচিত) ইত্যাদি।
প্রথম টিভি নাটক—আজ মিলনের বেলা।

মূল্যসীমা
বিভাগ
More

Showing all 3 results