
নাসিমা খান
দূর পশ্চিমে মার্কিন মুল্লুকে অভিবাসী নাসিমা খানের জন্ম ঢাকায়, পৈতৃকবাস ময়মনসিংহ। পড়াশোনা করেছেন মতিঝিল সরকারি বালিকা বিদ্যালয়, সেন্ট্রাল উইমেন্স কলেজে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে। গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর। পরে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে আর্লি চাইল্ডহুড অ্যান্ড এলিমেন্টারি এডুকেশনে মাস্টার্স পাস করেন।
গত শতাব্দীর ১৯৯০ থেকে ’৯৩ পর্যন্ত সাংবাদিকতা করেছেন বার্তা সংস্থা ইউএনবি এবং অধুনালুপ্ত দৈনিক সংবাদপত্র আজকের কাগজে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক-এ পাবলিক এ্যান্ড প্রাইভেট স্কুলে শিক্ষকতা পেশায় ব্যাপৃত ১৯৯৬ সাল থেকে।
ইতিপূর্বে লেখকের একটি নিবন্ধ ও ৯টি অনুবাদ গ্রন্থ প্রকাশিত হয়েছে। শিশুর মনোবিকাশ উপযোগী বেশ কয়েকটি গ্রন্থ প্রকাশিত হয়েছে যা সুধী মহলে বেশ সমাদৃত। দুই পুত্র সন্তান পৃথু ও জিতুর জননী।
Showing all 4 results