তাসরুজ্জামান বাবু
তাসরুজ্জামান বাবুর জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশের আম্রনগরী চাঁপাইনবাবগঞ্জে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়ন শেষে কয়েকটি সরকারি প্রতিষ্ঠানে চাকরির অভিজ্ঞতা অর্জন করেন। বর্তমানে বাংলাদেশ সিভিল সার্ভিসের রেলওয়ে প্রকৌশল ক্যাডারের একজন কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। ভালোবাসেন কাজের ফাঁকে ফাঁকে লেখালেখি করতে।
অধিকাংশ লিখিয়েদের মতো তাঁরও সাহিত্যচর্চার সূচনা হয়েছিল কবিতা দিয়ে। অনিয়মিতভাবে বিভিন্ন জাতীয় দৈনিক, লিটল ম্যাগ, ওয়েবজিনে প্রকাশিতও হয়েছে সেগুলোর কিছু কিছু। পরবর্তীতে বিশেষভাবে কথাসাহিত্যের দিকে ঝুঁকে পড়লেও কবিতার মায়াবী হাতছানি এড়াতে পারেননি শেষপর্যন্ত। এতদিন পরে তাই নাড়ির টানে বাড়ি ফেরার অনুভূতি নিয়ে, কবিতার দুর্নিবার আকর্ষণের কাছে নতি স্বীকার করে সেগুলোকে মলাটবদ্ধ করার প্রয়াস পেলেন। ইতোমধ্যেই সময় প্রকাশন থেকে পর পর প্রকাশিত হয়ে গেছে তাঁর কল্পবিজ্ঞান ও থ্রিলার ঘরানার চারটি পাঠকসমাদৃত বই: তৃতীয় অনুভূতি, বিয়ন্ড দ্য ম্যানমেইড ইউনিভার্স, প্রজেক্ট হাজার আল ফালাসিফাহ ও অশোকা সিক্রেটস। পরবর্তীতে শেষোক্ত বইদুটি ভারত থেকেও প্রকাশিত হয়ে বিপুল পাঠকপ্রিয়তা পায়।
Showing all 5 results