
ডা. প্রণব কুমার চৌধুরী
শিশুরোগ বিশেষজ্ঞ
ডা. প্রণব কুমার চৌধুরী
চট্টগ্রাম মেডিক্যাল কলেজের শিশুস্বাস্থ্য বিভাগের সাবেক বিভাগীয় প্রধান দেশের প্রখ্যাত শিশুরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. প্রণব কুমার চৌধুরীর জন্ম সোমবার ৫ মাঘ ১৩৬৫ বঙ্গাব্দে, চট্টগ্রামে।
১৯৮৪ সালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হতে এমবিবিএস এবং ১৯৯৫ সালে শিশুস্বাস্থ্য বিষয়ে ‘এফসিপিএস’ ফেলোশিপ অর্জন। গ্রেট ব্রিটেনের রয়্যাল কলেজ অফ্ ফিজিশিয়ান এন্ড সার্জনস্ অফ্ গ্ল্যাসগো, শিশুস্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞান বিষয়ে অনন্য অবদানের স্বীকৃতি স্বরুপ তাঁকে দিয়েছে ‘এফআরসিপি’ ফেলোশিপ।
শিশুস্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞান বিষয়ে তাঁর লেখালেখির জীবন প্রায় তিন দশকের।
৬ খণ্ডে প্রকাশিত ‘ছোটদের চিকিৎসা সমগ্র’ বাংলাভাষায় শিশুস্বাস্থ্য সম্পর্কিত এক অনন্যসাধারণ গ্রন্থ হিসেবে বিবেচিত। তাঁর উল্লেখযোগ্য বই : শিশুর জীবন, শিশু-স্বাস্থ্য ও চিকিৎসা, শিশু নিরাময়, শিশু নার্সিং ও সেবিকা, অমনোযোগী ডানপিটে শিশু, ও ‘তুমি কী-ভাবে ভালো থাকবে’ প্রভৃতি।
শিশু-স্বাস্থ্য বিষয়ে ইংরেজিতে তাঁর লেখা একটি পাঠ্যবই আছে। বিভিন্ন সাময়িকীতে বেরিয়েছে ২৫টি গবেষণা পত্র।
শিশু চিকিৎসায় অবদানের স্বীকৃতি স্বরুপ অর্জন করেছেন শেরেবাংলা এ কে ফজলুল হক গোল্ড মেডেল এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্বাধীনতা স্মারক সন্মাননা পদকু২০১৭। শিশুতোষ লেখার জন্য পেয়েছেন দিগন্তধারা সাহিত্য পুরস্কারু২০১৮। ‘দেবশিশু’ উপন্যাসের জন্য অর্জন করেছেন আহমদ ছফা সাহিত্য পুরস্কারু২০১৯।
Showing the single result