
জাঁ-নেসার ওসমান
লেখক বীর মুক্তিযোদ্ধা, চলচ্চিত্রনির্মাতা জাঁ-নেসার ওসমান তদানিন্তন পূর্ব পাকিস্তানের চট্টগ্রামের অপার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে বেড়ে ওঠেন।
কথাশিল্পী শওকত ওসমানের কনিষ্ঠ পুত্র জাঁ-নেসার ছেলেবেলা থেকেই সাহিত্যিক বলয়ের মাঝেই বেড়ে উঠেছেন। স্কুলে ভর্তি হওয়ার আগেই তিনি পাঠ করেছেন ছোটদের ইলিয়াড, রামায়ণ, মহাভারত, বিষাদ-সিন্ধু, ক্ষীরের পুতুল, বুড়োআংলা, ওটেন সাহেবের বাংলো, বিশ্ব পরিচয় — ফলে সাহিত্যের সাথে জড়িয়েই বেড়ে উঠেছেন লেখক।
জাঁ-নেসার ওসমান স্বাধীনতার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে অর্নাস পাশ করে ভারতের পুনা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব্ ইন্ডিয়া থেকে সিনেম্যাটোগ্রাফিতে ডিপ্লোমা কোর্স সমাপ্ত করেন ও বাংলাদেশ টেলিভিশনে প্রডিউসার রূপে যোগ দেন।
এই সময় তিনি ফরাসি সরকারের বৃত্তি নিয়ে প্যারিসের ‘ইকোল সুপেরিয়র দেতুদ সিনেম্যাটোগ্রাফিক’ থেকে স্পেশাল ইফেক্ট নিয়ে পড়াশোনা করেন।
তাঁর প্রথম পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র দেখতামাশা অধিক যৌনতার জন্য সরকার ব্যান্ড করেন। বর্তমানে কথাশিল্পী শওকত ওসমান রচিত, জাঁ-নেসার ওসমান পরিচালিত শিশুতোষ চলচ্চিত্র পঞ্চসঙ্গী সেন্সরের ছাড়পত্র পেয়েছে।
চলচ্চিত্র নির্মানের পাশাপাশি তাঁর লেখনী সমাজের মঙ্গলবোধের জন্য প্রতিনিয়ত সক্রিয়।
Showing the single result